আঙ্গুল (ওড়িশা): রাজনীতিতে থাকে না। রাষ্ট্রীয় স্বয়মসেবক সঙ্ঘ (আরএসএস) দায়বদ্ধ হিন্দুত্বের প্রতি, যার অর্থ সহনশীলতা। বললেন সংগঠনের প্রধান মোহন ভাগবত। এখানে যে অনুষ্ঠানে তিনি গতকাল এ কথা বলেছেন, সেখানে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী জুয়াল ওরাম, ধর্মেন্দ্র প্রধান। ছিলেন প্রচুর সঙ্ঘ কর্মীও।
হিন্দুধর্ম স্রেফ একটি ধর্ম, জীবনধারা এবং বিশ্বের সর্বত্রই হিন্দুরা সবসময়ই শান্তির বার্তা দিয়েছেন, কোনও দেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করেনি বলেও দাবি করেন তিনি।
ভাগবত বলেন, পশ্চিমী বিশ্ব পূবের দিকে তাকিয়ে ভারত, চিনকে দেখতে পায়। কিন্তু আগ্রাসী মনোভাবের জন্য চিনের ওপর ওদের আস্থা নেই। সকলে ভরসা করে ভারতকেই। ভারত বিশ্ব নেতা হয়ে উঠতে পারে।
ভারতে সংখ্যালঘুরা নিরাপদ, মুসলিমরা এদেশে সুখে আছেন বলেও অভিমত জানান তিনদিনের ওড়িষা সফরে আসা ভাগবত।