কেরলে রাজনৈতিক সংঘর্ষের অবসানে সম্মেলন আরএসএসের পত্রিকার, ডাক সিপিএমকেও
Web Desk, ABP Ananda | 27 Jun 2017 02:54 PM (IST)
তিরুঅনন্তপুরম: বামেদের সঙ্গে বিজেপি-আরএসএস ক্যাডারবাহিনীর হানাহানিতে বেশ কিছুদিন ধরেই রক্তাক্ত কেরল, বিশেষ করে রাজ্যের কান্নুর জেলা। খুনোখুনি হচ্ছে সিপিএম, বিজেপি-সঙ্ঘ কর্মীদের মধ্যে। সমস্যা সমাধানের সূত্র খুঁজতে ১ জুলাই কেরলের কোঝিকোড়ে একদিনের শান্তি সম্মেলনের আয়োজন করছে আরএসএস-এর সাপ্তাহিক পত্রিকা 'অর্গানাইজার'। তারা সেখানে বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিকদের ডেকেছে। এমনকী আমন্ত্রণ জানানো হয়েছে শাসক সিপিএম, সিপিআইকেও। পত্রিকার সম্পাদক প্রফুল্ল কেতকার বলেন, নামী বুদ্ধিজীবী, সাংবাদিক, রাজনীতিকদের এক মঞ্চে এনে রাজনৈতিক হিংসার চরিত্র খতিয়ে দেখা, সমাধানসূত্র খুঁজে বের করতেই এই উদ্যোগ। দুর্ভাগ্যের ব্যাপার, কান্নুরে রাজনৈতিক খুনোখুনির সংখ্যা নিয়ে দাবি, পাল্টা দাবির লড়াই চলছে। কিন্তু এই অসার রাজনীতির অবসান কোন পথে, সে ব্যাপারে কেউ কিছু বলছে না। এ নিয়েই আলোচনা হবে 'শান্তির সন্ধানে' শীর্ষক সম্মেলনে। আশা করি রাজনৈতিক দলের নেতারা এতে সামিল হবেন।