জয়পুর: ভারতকে যারা ভালবাসে না, তারা চলে যাক। দেশ বা জাতীয় পতাকার অসম্মান করলে সাজা দেওয়ার জন্য আইন চাই। বললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। সঙ্ঘের এই নেতা কংগ্রেসকে কাঠগড়ায় তুলে বলেন, দেশকে টুকরো করেছে ওরাই। কংগ্রেস স্বাধীনতা আনতে সাহায্য করেছে, এটা বড় মিথ্যা বলে দাবি করেন ইন্দ্রেশ। বলেন, দেশ ভেঙেছে কে-জওহরলাল নেহরু। দেশকে জুড়েছেন কে-বল্লভভাই পটেল।
এখানে এক অনুষ্ঠানে ইন্দ্রেশ মন্তব্য করেন, ভারতকে ভালবাসতে না পারলে ভারত ছেড়ে চলে যান। দেশ বা জাতীয় পতাকার অসম্মান যারা করবে, তাদের শাস্তি দিতে আইন চালু করা উচিত।
ভারতের সংবিধানে ৩৭০ অনুচ্ছেদের মতো অস্থায়ী আইন গোটা বিশ্বের কোনও দেশের আইনে নেই, কাশ্মীরের মানুষকে মূল স্রোতে সামিল করতে হবে বলেও অভিমত জানান তিনি।
ভারত বা জাতীয় পতাকার অসম্মান করলে সাজা দিতে আইন হোক, দাবি সঙ্ঘ নেতার
Web Desk, ABP Ananda
Updated at:
11 Dec 2017 06:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -