নাগপুর: গরু খাওয়া বন্ধ করে দিলেই গণপিটুনির ঘটনাও আর ঘটবে না। এমনই বিতর্কিত মন্তব্য করলেন আরএসএসের শীর্ষ নেতা ইন্দ্রেশ কুমার। তিনি বলেছেন, কোনও ধরনের গণ হিংসা সমর্থনযোগ্য নয়। কিন্তু এ ক্ষেত্রে গরু খাওয়া বন্ধ হলেই গণপিটুনি বন্ধ হবে।
ইন্দ্রেশ আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের মার্গদর্শকও। রাঁচিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আপনার ঘরই হোক বা পাড়া, জাতিই হোক বা দল, তা কখনওই মেনে নেওয়া যায় না। কিন্তু পৃথিবীর কোনও ধর্ম তাদের ধর্মস্থলে গোহত্যার কথা বলে না। তিনি আরও বলেন, যীশু খ্রীষ্টের জন্মই হয়েছিল গোয়ালে। তাই সেখানেও গরুকে বলা হয় মা। মক্কা, মদিনাতেও গোহত্যা অপরাধ। আমরা কি মানবতাকে এই পাপ থেকে মুক্ত করার শপথ নিতে পারি না? গোহত্যা বন্ধ হলেই এ ধরনের হিংসা বন্ধ হবে।
শেষ কয়েক মাসে গণপিটুনির ফলে হত্যার ঘটনা বারবার শিরোনামে উঠে এসেছে। ২১ তারিখ রাজস্থানের আলোয়ার জেলায় গরু চোর সন্দেহে রকবর নামে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টও কেন্দ্রকে বলেছে, এ ধরনের ঘটনার মোকাবিলা করার জন্য তারা সংসদে আইন আনার কথা ভাবুক।
গরু খাওয়া বন্ধ করলেই গণপিটুনি বন্ধ হবে, বললেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার
ABP Ananda, Web Desk
Updated at:
24 Jul 2018 09:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -