উজ্জ্বয়িনী (মধ্যপ্রদেশ): হালে পানি না পেয়ে পিনারাই বিজয়নকে খুন করতে পারলে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা প্রত্যাহার করে নিলেন আরএসএস নেতা কুন্দন চন্দ্রাবত। নানা মহলের নিন্দা তো ছিলই, সঙ্ঘ পরিবারও তাঁর বিতর্কিত মন্তব্য অনুমোদন করেনি। ফলে গতকাল রাতেই বিবৃতি দিয়ে চন্দ্রাবত বলেন, কেরলে স্বয়ংসেবকরা নিহত হচ্ছে দেখে মানসিক ভাবে বিচলিত হয়ে পড়ি। আবেগের বশে কিছু কথা বলে ফেলেছি। আমি বিবৃতি তুলে নিচ্ছি, দুঃখ প্রকাশ করছি। তবে তাতে চিঁড়ে ভেজেনি। অবশেষে কুন্দনকে বরখাস্ত করেছে আরএসএস। মধ্যপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতি প্রকাশ শাস্ত্রী বলেন, চন্দ্রাবতের বিতর্কিত মন্তব্য সঙ্ঘ সম্পর্কে ভুল ধারণা তৈরি করেছে। তাঁকে সংগঠনে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
তবে একইসঙ্গে কেরল থেকে ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেন চন্দ্রাবত। দাবি করেন, সোস্যাল মিডিয়াতেও আক্রমণ করা হচ্ছে তাঁকে।
কেরলে আরএসএস ক্যাডারদের 'খুনে'র বদলা নিতে খোদ মুখ্যমন্ত্রীর মাথার দাম ঘোষণা করায় গতকালই তাঁকে একহাত নেয় সিপিএম, কংগ্রেস। তাঁর বিবৃতির ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল।
চন্দ্রাবত অভিযোগ করেছিলেন, রাজ্যে নিরপরাধ সঙ্ঘ পরিবারের ৩০০ কর্মীকে খুন করেছে সিপিএম কর্মীরা, কিন্তু মুখ্যমন্ত্রী দেখেও দেখছেন না। তিনিই রয়েছেন হত্যার পিছনে। কিন্তু আরএসএস প্রচার প্রমুখের মুখ্যমন্ত্রীর মাথা কেটে আনার ডাক নাকচ করে জানিয়ে দেয়, তারা হিংসার বিরুদ্ধে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথেই তারা কেরলে ক্যাডারদের ওপর আক্রমণের প্রতিবাদ করবে।
বিজয়নের মাথার দাম ঘোষণা: দুঃখ প্রকাশ করে বিবৃতি প্রত্যাহার কুন্দনের, বরখাস্ত করল আরএসএস
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2017 05:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -