তবে একইসঙ্গে কেরল থেকে ফোনে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও পাল্টা অভিযোগ করেন চন্দ্রাবত। দাবি করেন, সোস্যাল মিডিয়াতেও আক্রমণ করা হচ্ছে তাঁকে।
কেরলে আরএসএস ক্যাডারদের 'খুনে'র বদলা নিতে খোদ মুখ্যমন্ত্রীর মাথার দাম ঘোষণা করায় গতকালই তাঁকে একহাত নেয় সিপিএম, কংগ্রেস। তাঁর বিবৃতির ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছিল।
চন্দ্রাবত অভিযোগ করেছিলেন, রাজ্যে নিরপরাধ সঙ্ঘ পরিবারের ৩০০ কর্মীকে খুন করেছে সিপিএম কর্মীরা, কিন্তু মুখ্যমন্ত্রী দেখেও দেখছেন না। তিনিই রয়েছেন হত্যার পিছনে। কিন্তু আরএসএস প্রচার প্রমুখের মুখ্যমন্ত্রীর মাথা কেটে আনার ডাক নাকচ করে জানিয়ে দেয়, তারা হিংসার বিরুদ্ধে। শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পথেই তারা কেরলে ক্যাডারদের ওপর আক্রমণের প্রতিবাদ করবে।