পাকিস্তানকে মদত দেয়, ‘ভারত-বিরোধী’, মধ্যপ্রদেশে বাণিজ্য সম্মেলনে কেন চিনা কোম্পানিদের ডাক? মন্ত্রীদের কুশপুতুল দাহ
Web Desk, ABP Ananda | 20 Oct 2016 02:56 PM (IST)
ইন্দৌর: পাকিস্তানকে আর্থিক মদত দিচ্ছে চিন, তাই ২২-২৩ অক্টোবর বিজেপি শাসিত মধ্যপ্রদেশে হতে চলা গ্লোবাল ইনভেস্টর্স সামিটে চিনা কোম্পানিগুলিকে আমন্ত্রণের প্রতিবাদে রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রীদের কুশপুতুল পোড়াল স্বদেশী জাগরণ মঞ্চ। আরএসএস-প্রভাবিত মঞ্চের লোকজন এখানকার রাজবাদায় শিল্পমন্ত্রী রাজেন্দ্র শুক্ল ও অর্থমন্ত্রী জয়ন্ত মাল্লাইয়ার কুশপুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখায়। মঞ্চের ইন্দৌর-উজ্জয়িনী শাখার কো-অর্ডিনেটর সুরেশ বিজোলিয়া বলেছেন, ভারত-বিরোধী কার্যকলাপে জড়িত পাকিস্তানকে লাগাতার আর্থিক সহায়তা দিচ্ছে চিন। আমরা তাই বিশ্ব বিনিয়োগ সম্মেলনে চিনের প্রতিনিধিদের ডেকে নিয়ে আসার পুরোপুরি বিপক্ষে। চিনকে ‘ভারত-বিরোধী দেশ’ তকমা দিয়েও তিনি এই রাজ্যের কোথাও শিল্প গড়তে কোনও চিনা কোম্পানিকে এক ইঞ্চি জমিও দেওয়া চলবে না বলে দাবি জানান তিনি। মঞ্চ প্রথম থেকেই চিনের কোম্পানিকে ডাকার বিরোধিতা করছে। তাদের আপত্তির মুখে কয়েকদিন আগে মাল্লাইয়া বলেন, অনেকদিন আগেই আমন্ত্রণপত্র ছাড়া হয়ে গিয়েছে, এখন ওদের আসতে না বলাটা উচিত হবে না। শুক্ল অবশ্য পাল্টা যুক্তি দেন, এ দেশে শুধু চিনে তৈরি হয়েছে, এমন চিনা পণ্যেরই বিরোধিতা করা হয়। কিন্তু ও দেশের কোনও কোম্পানি ভারতে কারখানা খুললে কর্মসংস্থান তো হবেই, সরকারের ঘরে রাজস্বও আসবে। কিন্তু তাতে নরম করা যায়নি মঞ্চকে।