উজ্জয়িনী: গ্রেফতার করা হল কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মাথার দাম ঘোষণা করা মধ্যপ্রদেশের আরএসএস নেতা কুন্দন চন্দ্রাওয়াতকে। আদালতে পেশ করা হলে কুন্দনের ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের গোড়াতেই একটি ভিডিও প্রকাশ্যে আসে যেখানে কুন্দনকে কেরলের মুখ্যমন্ত্রীর মাথা কাটার জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করতে দেখা যায়। কেরলে আরএসএস কর্মীদের হত্যার জন্য বিজয়নকে দায়ী করে তাঁর মাথার দাম ঘোষণা করেছিলেন কুন্দন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ভিডিওটি প্রকাশ্য আসার পর বিভিন্ন মহলে সমালোচনার ঝড় ওঠে। আরএসএস-ও কুন্দনের সঙ্গে দূরত্ব বাড়ায়। তাঁকে উজ্জ্বয়নী জেলার সহ প্রচার প্রমূখ পদ থেকে সরিয়ে দেয় তারা।  তীব্র নিন্দার মুখে নিজের বক্তব্য থেকে পিছু হঠে দুঃখপ্রকাশ করেন কুন্দনও।

গত ২ মার্চ কুন্দনের বিরুদ্ধে মাধব নগর থানায় এফআইআর দায়ের করা হয়।

গতকাল তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সুপার জানিয়েছেন।