কেন্দ্রে প্রতিটি মন্ত্রকে লোক ঢুকিয়েছে সঙ্ঘ, মোদীকে নোট বাতিলের আইডিয়া দেন আরএসএসের তাত্ত্বিক, দাবি রাহুলের
Web Desk, ABP Ananda | 13 Feb 2018 09:00 PM (IST)
কালাবুর্গি (কর্নাটক): আরএসএস প্রতিটি প্রতিষ্ঠান 'কব্জা করা'র চেষ্টা করছে। অভিযোগ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতি সাংবাদিক সম্মেলনে আজ বলেন, ভারতে জাতীয় স্তরে প্রত্যেকটি মন্ত্রকে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে কাজ করছেন আরএসএস থেকে নিযুক্ত একজন ওএসডি মানে অফিসার অন স্পেশাল ডিউটি। মন্ত্রী নিজের সিদ্ধান্তে চলছেন না। মন্ত্রীদের আরএসএসের নির্দেশমতো কাজ করতে হচ্ছে বলে আজ কর্নাটকে চারদিনের ভোটপ্রচারের শেষদিনে বিভিন্ন পেশার লোকজন, বনিক মহলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কংগ্রেস সভাপতি বলেন, ওদের মানসিকতাটাই হল, দখল করো। এই প্রতিষ্ঠানটাকে কব্জা করতে হবে, যা একটি সংস্থাকে ভারতবাসীর সেবা করতে দেওয়ার, দেশের মানুষ তার মালিক হবেন, এই ধারণারই বিপরীত। এখানেই বিজেপির সঙ্গে মৌলিক বিরোধ আমাদের। ওরা যেখানেই যায়, ওদের মতাদর্শে বিশ্বাসী লোকজনকে সেই প্রতিষ্ঠানে বসিয়ে দেয়। কংগ্রেসের লক্ষ্য প্রতিষ্ঠানগুলিতে গণতন্ত্র কায়েম করা, আর বিজেপি সেগুলিতে আমলাতন্ত্র চালু করা। প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের কট্টর বিরোধী রাহুলের দাবি, বিমুদ্রাকরণের ভাবনা ওনার মনে ঢুকিয়েছেন আরএসএসের এক তাত্ত্বিক। রাহুল বলেন, নোটবন্দির ধারণা কোথা থেকে এল জানেন? কে প্রধানমন্ত্রীকে ধারণাটা দেন, জানেন কি? রিজার্ভ ব্যাঙ্ক নয়, অরুণ জেটলিও নন, তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এক অফিসার। আরএসএসের একজন নির্দিষ্ট তাত্ত্বিক নেতা। তবে কল্পনা করুন, প্রধানমন্ত্রীর মাথায় আইডিয়া ঢোকাচ্ছে আরএসএস, আর তা উনি বাস্তবায়িত করছেন। রাহুল দাবি করেন, একটা বাচ্চাও বলবে, ৫০০, ১০০০ টাকার নোট 'ধ্বংস করা' মোটেই ভাল প্রস্তাব ছিল না, এতে দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করে নিতে সুবিধা হয়েছে। তবুও বিজেপি, আরএসএস যারা মনে করে, ওরাই সব কিছু জানে, এমন 'বিপর্যয় ঘটানো সিদ্ধান্ত' নেয়। রাহুল এদিন ঘোষণা করেন, তাঁরা কেন্দ্রে ভোটে জিতে ক্ষমতায় এলে জিএসটির বর্তমান চেহারা বদল ঘটিয়ে তাকে আরও সহজ, সরল করবেন, চেষ্টা করবেন একটিই করের স্ল্যাব রাখার, তার ঊর্ধ্বসীমাও 'ভদ্রস্থ' স্তরে বেঁধে রাখবেন। জিএসটিকে রাহুল গব্বর সিংহ ট্যাক্স বলে কটাক্ষ করেছেন আগেই। আজ তিনি জিএসটি সম্পর্কে 'বিপুল পরিমাণ' বিভ্রান্তিও দূর করা হবে বলে জানান।