ভোপাল: রমজানের ইফতারে গরুর দুধ পরিবেশন করছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। 'গোমাংসের তুলনায় শরীর, স্বাস্থ্যরক্ষায় গরুর দুধের খাদ্যগুণ বেশি' বলে দাবি করেছে আরএসএসের মুসলিম শাখা সংগঠনটি।

গত দুদিনে বেতুল, জব্বলপুরে রমজানের উপবাস করা মুসলিমদের গরুর দুধ খেতে দিয়েছে তারা। এ কথা জানিয়েছেন মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সহকারী আহ্বায়ক এসকে মুদ্দিন। এতে খুবই ভাল সাড়া মিলেছে বলেও দাবি সংগঠনের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ের ভারপ্রাপ্ত নেতাটির।

উত্তরপ্রদেশের উপবাস করা মুসলিমদের দেওয়া হচ্ছে, রমজানের সময় মধ্যপ্রদেশের সব জেলায়ও গরুর দুধ পরিবেশনের পরিকল্পনাও তাঁদের আছে বলে জানিয়েছেন তিনি।

মুদ্দিনের বক্তব্য, গরুর দুধ সহজেই হজম হয়, বাচ্চাদেরও দেওয়া হয় এজন্য। কিন্তু গোমাংস ক্ষতিকর, অস্বাস্থ্যকরও। হাদিসেও (পয়গম্বর মহম্মদের বাণী) এ কথা বলা হয়েছে বলে দাবি করেন তিনি।