লখনউ: আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিল শিয়া মুসলিমদের সংগঠন রাষ্ট্রীয় শিয়া সমাজ (আরএসএস)।
এদিন শিয়াদের আরএসএস প্রধান তথা বিজেপি বিধায়ক বুক্কাল নবাব বলেন, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রধৈানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পূর্ণ সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। পাশাপাশি, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সমর্থনও করছি।
তিনি যোগ করেন, আগামী লোকসভা ভোটে মোদীজি যাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন, তা নিশ্চিত করতে ঐকবদ্ধভাবে শিয়া সম্প্রদায় বিজেপিকে সমর্থন করবে। তাঁর দাবি, বিজেপি ছাড়া আর কোনও রাজনৈতিক দল শিয়া মুসলিমদের কথা ভাবে না।
প্রসঙ্গত, দেশে মোট মুসলিম জনসংখ্যার প্রায় ১৮ শতাংশ শিয়া-সম্প্রদায়ভুক্ত। কেন তাঁরা বিজেপিকে সমর্থন করছে তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নবাব বলেন, লখনউয়ের রাস্তায় শিয়াদের মিছিলের ওপর ২০ বছরের নিষেধাজ্ঞার অবসান ঘটিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী।
তাঁর আরও দাবি, কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি, রাজ্যের মন্ত্রী মোহসিন রাজা, জাতীয় সংখ্যালঘু চেয়ারম্যান সঈদ ঘায়রুল হাসান রিজভি, উত্তরপ্রদেশের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান হায়দার আব্বাসদের মতো শিয়া মন্ত্রীদের সম্মানীয় পদ দিয়েছে বিজেপি।
নবাবের অভিযোগ, পূর্বতন সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি সরকারের আমলে শিয়া মুসলিমদের ওপর অত্যাচার হয়েছে। শিয়াদের দমিয়ে রাখতে বা হয়রান করতে কোনও কসুর করেনি এই দুই সরকার। যে কারণে, তাঁরা বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্ত নেন। এমনকী, প্রতি মঙ্গলবার ‘বড়া মঙ্গল’ দিবস পালন করে এই সংগঠন। সেখানে হনুমান পুজো আয়োজন করে বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কাজে সকলে নিযুক্ত হন।
যদিও, নবাবের এই মন্তব্যের বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই বলে দাবি করেছেন অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র মৌলানা ইয়াসুব আব্বাস। তাঁর মতে, এটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু। আলোচনা করেই এই বিষয়ে সিদ্ধান্ত নেব।