নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) দফতরে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে হামলা হতে পারে। ব্যবহার করা হতে পারে যান নিয়ন্ত্রিত আইইডিও, সতর্ক করল ইন্টেলিজেন্স ব্যুরো।  আইবি রিপোর্ট অনুযায়ী আরএসএস অফিসে হামলা ও নেতাদের প্রাণে মারার ছক কষছে একাধিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন। হামলার সম্ভাবনা রয়েছে মহারাষ্ট্র, পঞ্জাব, রাজস্থান সহ আরও কিছু রাজ্যে।


গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পরই মহারাষ্ট্র, দিল্লি, পঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ ও অসমে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং দফতরের কর্মীদের নিরাপত্তার ওপরও বাড়তি নজরদারি চলছে।


সম্প্রতি আরএসএস নেতাকর্মীদের ওপর হামলার একাধিক ঘটনা ঘটেছে। আরএসএস নেতা খুনের ঘটনায় গত মাসেই ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে মিছিলে যোগ দিতে গিয়ে খুন হন বরুণ ভোপাল। ওই ঘটনায় মহম্মদ ইরফান, সঈদ সিদ্দিকি আকবর, আকবর বাশা, সানানুল্লাহ শরিফ ও  সাদিক উল-আমিন নামের ৬ অভিযুক্তকে ব্যাঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযুক্তরা আরও বড় কোনও নাশকতার ছক কষেছিল বলেই দাবি তদন্তকারিদের।