‘অত্যাচারী’, ‘উগ্র ধর্মান্ধ’, ‘হিংস্র সুলতান’! কর্নাটকে টিপু জয়ন্তী পালনের বিরোধিতা করবে আরএসএস
Web Desk, ABP Ananda | 28 Oct 2016 06:56 PM (IST)
বেঙ্গালুরু: টিপু সুলতানকে ‘অত্যাচারী, উগ্র ধর্মান্ধ, হিংস্র সুলতান’ বলল আরএসএস। সাবেক মহীশূরের প্রাক্তন শাসকের স্মরণে আগামী ১০ নভেম্বর কর্নাটকে টিপু জয়ন্তী পালিত হওয়ার কথা। কিন্তু তারা টিপু জয়ন্তীর বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাবে বলে জানিয়ে দিল সঙ্ঘ পরিবার। গত বছর থেকেই দক্ষিণের এই রাজ্যে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের সিদ্ধান্ত অনুসারে পালিত হচ্ছে এই কর্মসূচি। গত বছর এ নিয়ে তুমুল অশান্তি হয় কর্নাটকের কোদাগু জেলায়। দক্ষিণের তিন রাজ্যে আরএসএসের শীর্ষ সংগঠক ভি নাগরাজ আজ সাংবাদিকদের বলেন, মহীশূরের প্রাক্তন শাসকের হাতে যারা নির্যাতিত, অত্যাচারিত হয়েছিল, সেই খ্রিস্টান সহ বিভিন্ন সম্প্রদায়ের ‘কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়া’র সামিল হবে টিপু জয়ন্তী পালন। তিনি সওয়াল করেন, সুপরিচিত বামপন্থী ইতিহাসবিদ কে এম পানিক্কর পর্যন্ত টিপুর ধর্মীয় নিগ্রহের কাহিনি-নথি আরবি, পারসি থেকে মালয়ালম, ইংরেজিতে অনুবাদ করেছেন।