নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে বলেছেন, মহাত্মা গাঁধী হত্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের হাত ছিল না। কিন্তু আদালতের বাইরে বলছেন, যা বলেছেন, তার প্রতিটি শব্দে বিশ্বাস রাখেন তিনি। গাঁধী হত্যা নিয়ে রাহুল গাঁধীর এই বিতর্কিত অবস্থানকে এবার প্রশ্ন করল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের ফেসবুক পেজে প্রশ্ন তোলা হয়েছে, কোন শব্দে বিশ্বাস রাখেন রাহুল? যা তিনি কোর্টে এফিডেভিট দিয়ে বলে এসেছেন তাতে, নাকি জনসমক্ষে যে ‘মিথ্যে’ আউড়েছেন, তাতে? তাদের বক্তব্য, এবার ‘মিথ্যে’ বলা বন্ধ করতে হবে কংগ্রেস আর রাহুলকে। উল্টে ক্ষমা চাইতে হবে।


এক জনসভায় রাহুল বলেন, আরএসএস খুন করেছে গাঁধীকে। এর বিরুদ্ধে আদালতে যায় আরএসএস। সেই মামলা খারিজ করার দাবিতে কংগ্রেসের সহ সভাপতি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সেখানে তাঁর হয়ে বরিষ্ঠ আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিব্বল সওয়াল করেন, রাহুল আরএসএসকে গাঁধী হত্যার জন্য দায়ী করেননি, আরএসএসের সঙ্গে যুক্ত নির্দিষ্ট কিছু ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। অথচ আদালতে নিজের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে বৃহস্পতিবার রাহুল মন্তব্য করেন, নিজের প্রতিটি শব্দ সমর্থন করছেন তিনি।

সেই প্রেক্ষিতেই আরএসএস প্রশ্ন করেছে, সত্যর প্রতি নিষ্ঠা দেখিয়ে কংগ্রেস ও রাহুল গাঁধী কি ক্ষমা চাওয়ার সাহস রাখেন, তিনি কি গ্যারান্টি দিতে পারেন, এধরনের ‘মিথ্যে’ তিনি বা তাঁর দল ভবিষ্যতে আর বলবেন না? রাহুল ও কংগ্রেস- উভয়ের কাছেই তারা লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা দাবি করেছে।