আমদাবাদ: পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সিদ্ধান্তের  জন্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। এবার তিনি কৃতিত্ব দিলেন  রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (আরএসএস)-কে। তিনি বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত গ্রহণের পিছনে থাকতে পারে আরএসএস-এর শিক্ষা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী এসেছেন মহাত্মা গাঁধীর রাজ্য থেকে আর প্রতিরক্ষামন্ত্রী গোয়ার। এই দুজনের যুগলবন্দীতে সার্জিক্যাল স্ট্রাইকের সিদ্ধান্ত খুবই আশ্চর্যজনক। একেবারেই ভিন্ন ধরনের যুগলবন্দী। আসলে এই সিদ্ধান্তের ভিত্তি হয়ে থাকতে পারে আরএসএসের শিক্ষা। একটি বিশ্ববিদ্যালয়ে ‘নো মাই আর্মি’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্রিকর এ কথা বলেছেন।





ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বের সেরা আখ্যা দিয়ে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইক খুবই কার্যকরীভাবে দেশের মানুষের মধ্যে জাতীয় নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তুলেছে।

প্রতিরক্ষামন্ত্রী আরও বলেছেন, সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের মুখের মতো জবাব দিচ্ছে ভারতীয় সেনা।

পাশাপাশি, সার্জিক্যাল স্ট্রাইকের প্রমাণ যাঁরা চেয়েছেন, তাঁদেরও একহাত নিয়েছেন পর্রিকর। তিনি বলেছেন, সার্জিক্যাল স্ট্রাইকের দিন থেকে আজ পর্যন্তও বেশ কয়েকজন রাজনৈতিক নেতা প্রমাণ চাইছেন। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য, ভারতীয় সেনাবাহিনী  কিছু বললে তা বিশ্বাস করা উচিত।  তিনি বলেছেন, এমনও লোকজন রয়েছেন যাঁদের সুনির্দিষ্ট প্রমাণ দিলেও বোঝানো সম্ভব নয়।