জম্মু: আগামী মঙ্গলবার থেকে জম্মুতে শুরু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) তিন দিনের সম্মেলন। এই প্রথম জম্মু ও কাশ্মীরে আরএসএস-এর সম্মেলন হতে চলেছে। রাজ্যের বর্তমান পরিস্থিতি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই অশান্ত। তার উপর সম্প্রতি অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা হয়েছে। এই পরিস্থিতিতে আরএসএস-এর ‘অখিল ভারতীয় প্রচারক’ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৫ জন প্রচারক, আরএসএস-এর সব সহযোগী সংগঠনগুলির প্রধান এবং নেতারা এই সম্মেলনে হাজির থাকবেন।
এই সম্মেলনের জন্য আজই জম্মু পৌঁছে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত, ভাইয়াজি জোশী, ড. দত্তাত্রেয় হোসাবালে ও ড. কৃষ্ণগোপাল। এই সম্মেলনে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা, বিজেপি-পিডিপি সরকারের কার্যকলাপ, নিরাপত্তারক্ষীদের উপর পাথর ছোড়া ও হামলা নিয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার থেকে জম্মুতে শুরু আরএসএস-এর সম্মেলন
Web Desk, ABP Ananda
Updated at:
15 Jul 2017 06:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -