নাগপুর: অনলাইনে গোময়, গোমূত্রে তৈরি সাবান, ফেসপ্যাক কিনতে চান? চাই মোদী কুর্তা, যোগী কুর্তা? সব পেয়ে যাবেন, শুধু ক্লিক করুন আরএসএসের চিহ্নিত পোর্টালে। নিজস্ব ল্যাবরেটরিতে তৈরি এই সব জিনিসপত্র এবার অনলাইনে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
মথুরার ফারাহ এলাকায় দীনদয়াল ধামের একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে তৈরি হচ্ছে ওষুধবিষুধ, সাবান, ফেস প্যাক। নাম কামধেনু লাইন। ওষুধের মধ্যে মিলছে ক্যানসার, ডায়াবিটিসের ওষুধও। এই কামধেনু লাইনের জিনিসপত্র তৈরি হচ্ছে গোমূত্র দিয়ে।
পাশাপাশি তৈরি হচ্ছে মোদী ও যোগী কুর্তা।
এখন এগুলি শুধু আরএসএস ক্যাম্প ও দীন দয়াল ধামে পাওয়া যাচ্ছে।
ডায়াবিটিসের ওষুধের নাম কামধেনু মধুনাশক চূর। বাতের যন্ত্রণার জন্য রয়েছে তেল, এছাড়াও পাওয়া যাচ্ছে শ্যাম্পু, চানের সাবান, আই ড্রপ, ছানির ওষুধ, টুথপেস্ট, ধূপ সর্দিকাশির ওষুধ কামধেনু কাফসুধা ও ফেস প্যাক। এগুলি বিক্রির জন্য কথা চলছে কয়েকটি অনলাইন পোর্টালের সঙ্গে।
ধূপকাঠি, ফেস প্যাক ও সাবানে গোমূত্র ছাড়াও রয়েছে গোময়। কোনওরকম রাসায়নিক ব্যবহার করা হচ্ছে না। আরএসএস জানিয়েছে, তাদের গোশালায় ৫০টি গরু রয়েছে, তাদের গোময়, গোমূত্র সংগ্রহ করেই তৈরি হচ্ছে যাবতীয় জিনিসপত্র।
গোমূত্র দিয়ে তৈরি জিনিসের বিরাট চাহিদা রয়েছে বলে জানিয়েছে আরএসএস। এখন সব অনলাইন হতে চলায় গোটা বিশ্বের মানুষ এ সব ব্যবহার করতে পারবেন।
এবার অনলাইনে মোদী কুর্তা, গোময়, গোমূত্র দিয়ে তৈরি সাবান বিক্রি করবে আরএসএস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jun 2017 01:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -