উত্তরপ্রদেশে বাইকআরোহী দুষ্কৃতীদের গুলিতে খুন আরএসএস কর্মী, জখম ভাই
Web Desk, ABP Ananda
Updated at:
21 Oct 2017 03:26 PM (IST)
গাজিপুর (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের গাজিপুরে তিন বাইক আরোহী দুষ্কৃতীর হামলায় প্রাণ হারালেন এক আরএসএস কর্মী। রাজেশ মিশ্র নামে বছর ৪০-এর ওই আরএসএস সদস্য ও তাঁর ভাই আজ সকালে তাঁদের ব্রাহ্মণপুরা ছাত্তির আবাসন নির্মাণ সামগ্রীর দোকানে বসেছিলেন। আগ্নেয়াস্ত্রধারী তিন দুষ্কৃতী রাজেশের মাথায় গুলি করে।
বাধা দিতে গেলে তাঁর ভাই অমিতেশ মিশ্রের তলপেটে গুলি লাগে। দুজনকেই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাজেশকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে বলে জানান ডাক্তাররা। অমিতেশকে চিকিত্সার জন্য বারাণসীতে পাঠাতে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন সার্কল অফিসার হৃদয়ানন্দ সিংহ।
নিহত রাজেশ সাংবাদিকতাও করতেন।
হামলাকারীদের দুজনকে শনাক্ত করা হয়েছে, সকলেই শীঘ্রই গ্রেফতার হবে বলে জানিয়েছেন এডিজি আইনশৃঙ্খলা আনন্দ কুমার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -