তিরুঅনন্তপুরম: কান্নুর জেলায় এক আরএসএস কর্মী খুন হওয়ার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে অপরাধীদের সাজা দেওয়ার আশ্বাস দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রশাসনের কর্তাদের সতর্ক থাকতে হবে। হিংসা ও খুনোখুনি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল অবসরপ্রাপ্ত বিচারপতি পি সত্যশিবম।
রাজ্য বিজেপি অবশ্য কান্নুরকে উপদ্রুত অঞ্চল ঘোষণা করে আফস্পা জারি করার দাবিতে অনড়। আজ রাজ্যপালের সঙ্গে দেখা করে বিজেপি প্রতিনিধিদল। এই দলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও রাজাগোপাল। তাঁর অভিযোগ, রাজ্য পুলিশ আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ। স্থানীয় সিপিএম নেতারাই পুলিশকে নিয়ন্ত্রণ করছেন। সেই কারণে কান্নুরের আইন-শৃঙ্খলা রক্ষার ভার সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া উচিত।
বিজেপি-র দাবি, কেরলে এলডিএফ সরকার ক্ষমতায় আসার পর থেকে ১৪ জন আরএসএস কর্মী খুন হয়েছেন। প্রায় ৫০০ জন আরএসএস কর্মী আক্রান্ত হয়েছেন। কান্নুর জেলায় রাজ্য সরকারের মদতেই হিংসা চলছে। রাজ্যপালকে দেওয়া স্মারকলিপিতে এই অভিযোগই করেছে বিজেপি। রাজভবন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীকে সেই স্মারকলিপি পাঠিয়ে দিয়েছেন রাজ্যপাল।
আরএসএস কর্মীর হত্যা দুর্ভাগ্যজনক, মন্তব্য বিজয়নের, ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যপালের
Web Desk, ABP Ananda
Updated at:
13 May 2017 06:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -