তিরুঅনন্তপুরম: শিবসেনা সমর্থকদের নীতি পুলিশের ভূমিকায় অবতীর্ণ হওয়া প্রসঙ্গে বিরোধীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের কটাক্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল কেরল বিধানসভা। বিরোধীদের সঙ্গে শাসক দলের বিধায়কদের উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। দু পক্ষের হাতাহাতি বেঁধে যাওয়ার উপক্রম হয়। গোলমালের জেরে অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার পি শ্রীরামকৃষ্ণণ। ফের অধিবেশন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিধানসভা বয়কট করেন বিরোধীরা।


এদিন জিরো আওয়ারে বিরোধীরা নীতি পুলিশের বিষয়টি নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দেন বিরোধীরা। সে বিষয়ে আলোচনা চলাকালীন ইউডিএফ জোটের উদ্দেশে বিজয়ন কটাক্ষ করেন, ‘আমার সন্দেহ হচ্ছে, কোচিতে গতকালের নাটকের পিছনে আপনারাই আছেন।’ তখন অনেক বিরোধী বিধায়ক ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাঁরা মুখ্যমন্ত্রীর দিকে তেড়ে যান। এলডিএফ বিধায়করা মুখ্যমন্ত্রীকে আড়াল করে দাঁড়িয়ে পড়েন। দু পক্ষের তীব্র বাদানুবাদ শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রী ইউডিএফ বিধায়কদের উদ্দেশে আঙুল উঁচিয়ে কিছু বলতে থাকেন। পরে তিনি বলেন, বিরোধী বিধায়করা তাঁকে হুমকি দিচ্ছিলেন। তিনি পাল্টা বলেন, তিনি অনেক হুমকির মোকাবিলা করেছেন। তাঁকে হুমকি দিয়ে লাভ নেই।