নয়াদিল্লি: জাতীয় নাগরিকত্ব পঞ্জী বা এনআরসি নিয়ে আজও উত্তাল হতে পারে রাজ্যসভা। গতকাল এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বিবৃতি দেওয়া শুরু করতেই তৃণমূল সাংসদরা হইচই শুরু করেন। ফলে সংসদের কাজকর্ম স্থগিত করে দিতে হয়। আজও রাজনাথ এনআরসি নিয়ে বিবৃতি দেওয়ার চেষ্টা করতে পারেন, ফলে অশান্তির সম্ভাবনা।

ইতিমধ্যেই এই ইস্যুতে বিরোধীদের এককাট্টা করতে বিরোধী নেতাদের সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী সহ বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন তিনি। এনআরসি-তে ৪০ লাখের নাম বাদ পড়া নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেছেন তিনি, বলেছেন, সরকার আগুন নিয়ে খেলা করছে, যাঁদের নাম নাগরিকত্ব পঞ্জীতে নেই, তাঁদের বিরুদ্ধে ব্যবহার করছে আপত্তিকর শব্দ।

এনআরসি-তে ৪০ লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে বিরোধীদের কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। তিনি বলেছেন, ২০১৯ লোকসভা ভোটের প্রথমদিকের হাওয়া বোঝা যাচ্ছে। বিরোধীরা পিছিয়ে পড়েছে ৪০ লক্ষ ভোটে। যদিও নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে, ভোটার তালিকায় এই এনআরসি খসড়ার কোনও প্রভাব পড়বে না। এমনকী চূড়ান্ত তালিকা থেকেও যদি কারও নাম বাদ পড়ে তাহলেও সেই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে না, কারও ভোটাধিকার কেড়ে নেওয়ার আগে নির্বাচন কমিশন বিষয়টির সম্পূর্ণ তদন্ত করবে।