নয়াদিল্লি: লোকসভায় কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদের বক্তব্যের বিরোধিতায় সরকারে তাঁরই সতীর্থ রাজীব প্রতাপ রুডির। এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রসাদ বলেন, বন্যা বা ঘূর্ণিঝড় জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের সময় একমাত্র বিএসএনএল ও এমটিএনএল-এর মতো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাই গ্রাহকদের নিখরচায় পরিষেবা দিয়ে থাকে। প্রসাদের এই মন্তব্যের প্রেক্ষিতে রুডি পাল্টা দাবি করেন, বেসরকারি টেলিকম সংস্থাগুলিও নিখরচায় পরিষেবা প্রদান করে। এরপর প্রসাদ যোগ করেন, বেসরকারি সংস্থাগুলি অবশ্যই করে। তবে দুদিনের জন্য। অন্যদিকে, বিএসএনএল ও এমটিএনএল বিপর্যয় সম্পূর্ণ কেটে না যাওয়া পর্যন্ত করে। রাজীব প্রতাপ রুডি আরও দাবি করেন, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাগুলির কল মারাত্মকভাবে ড্রপ করে। কিন্তু, সেগুলির জন্য চার্জ নেওয়া হয়। তিনি বলেন, যেহেতু সংস্থাগুলি রাষ্ট্রায়ত্ত, তাই মানুষ পরিষেবা না পেলে সরকারকেই গালমন্দ করে। এই প্রেক্ষিতে, প্রসাদ জানান, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির আর্থিক দিকটা ভাল হওয়া উচিত। এদিকে, প্রসাদ ও রুডির মধ্যে এই তর্ক-বিতর্কের মধ্যে টিপ্পনি শুরু করে দেয় বিরোধীরা। অনেকে দাবি করেন, অবিলম্বে রুডিকে এই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হোক। প্রসঙ্গত, প্রথম মোদি সরকারের আমলে টেলিকম মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন রুডি।