বেঙ্গালুরু: আগামী পাঁচ বছর জোট-সরকার চালানো তাঁর সামনে একটা বড় চ্যালেঞ্জ। এমনটাই মনে করছেন কর্নাটকের ভাবী মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, আমার জীবনে এটা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। আমি মনে করছি না যে, সহজেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব যথাযথ পালন করতে পারব।
আগামীকাল, কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে চলেছেন জেডিএস নেতা কুমারস্বামী। তার আগে এদিন শ্রীঙ্গেরিতে আদি শঙ্করাচার্যের মঠে যান আশীর্বাদ নিতে। সেখানেই তিনি বলেন, শুধু আমি নই, মানুষের মনেও সন্দেহ রয়েছে, যে আদৌ এই সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারবে তো?
সূত্রের খবর, আগামীকাল কুমারস্বামী ছাড়াও আরও কয়েকজন শপথ নেবেন। সেই তালিকায় রয়েছেন উপ-মুখ্যমন্ত্রীও। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি জি পরমেশ্বর উপ-মুখ্যমন্ত্রী হতে চলেছেন। বাকি মন্ত্রিসভার সদস্যরা বৃহস্পতিবার আস্থাভোটের পর শপথ নেবেন।
জানা গিয়েছে, স্পিকার হচ্ছে কংগ্রেসের। ডেপুটি স্পিকারের পদ নিচ্ছে জেডিএস। প্রায় ৩৪ জন মন্ত্রী নতুন মন্ত্রিসভায় জায়গা পাবেন। তার মধ্যে ২২ জন থাকবেন কংগ্রেসের, ১২ জন থাকবেন জেডিএস-এর।