নয়াদিল্লি: বৃহস্পতিবার রাসকিন বন্ডের ৮২ তম জন্মদিন। তার আগে এই বিখ্যাত লেখকের অসংখ্য ভক্তের জন্য সুখবর। এবার আত্মজীবনী লিখছেন বন্ড। সেখানে ব্যক্তিগত জীবন, লেখক হিসেবে এত বছরের অভিজ্ঞতা, দত্তক নেওয়া পরিবার, ছোটবেলার দিনগুলির কথা থাকছে।
এখনও আত্মজীবনীর নাম দেননি বন্ড। তবে তিনি এই নতুন বই নিয়ে আশাবাদী। লেখক বলছেন, আত্মজীবনী শুরু হচ্ছে জামনগর, দেহরাদুন ও শিমলায় কাটানো ছোটবেলার দিনগুলির কথা দিয়ে। এরপর থাকছে লন্ডনে যাওয়া, সেখানে প্রথম বই লেখা, নিজেকে লেখক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কঠিন লড়াইয়ের কথা।
আত্মজীবনীতে যেমন নিজের কথা লিখছেন বন্ড, তেমনই তিনি মুসৌরিতে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে হৃদ্যতার কথাও লিখছেন। তাঁর মতে, গত ৫০ বছর ধরে পাহাড়ে থাকার ফলে তিনি আধ্যাত্মিক না হয়ে উঠলেও, অবশ্যই চিন্তাশীল হয়েছেন।
ব্যক্তিগত জীবনে বন্ড একেবারেই সাধারণ থাকতে পছন্দ করেন। মজা করে বলছেন, ঘুমিয়েই জন্মদিন কাটাতে চান। কিন্তু সেটা হবে না। বৃহস্পতিবার বিকেলে মুসৌরির একটি বইয়ের দোকানে যেতে হবে। সেখানে খুদে ভক্তদের সঙ্গে জন্মদিন পালন করবেন। তারপর রাতে প্রকাশক বন্ধুদের সঙ্গে বাইরে খেতে যাবেন। এভাবেই কাটিয়ে দেবেন ৮২ তম জন্মদিন।
আত্মজীবনী লিখছেন রাসকিন বন্ড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 May 2016 05:21 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -