সিডনি: সবথেকে কম সময়ে বেলুনে চেপে বিশ্বজয়ের রেকর্ড গড়লেন রুশ অভিযাত্রী ফেডর কনিউখভ।


ফ্লাইট কোঅর্ডিনেটর জন ওয়েলিংটন জানিয়েছেন, গত ১২ জুলাই পশ্চিম অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করেন ফেডর। আজ বিকেলে যাত্রা শেষ করেন তিনি। ১১ দিনে যাত্রা সম্পূর্ণ করেছেন তিনি। এর আগে এর আগে মার্কিন অভিযাত্রী স্টিভ ফসেট ২০০২ সালে বেলুনে করে বিশ্বভ্রমণ করেন মাত্র ১৩ দিনে। সেই রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ফেডর।

ফেডর অস্ট্রেলিয়া থেকে যাত্রা শুরু করে নিউজিল্যান্ডের ওপর দিয়ে, প্রশান্ত মহাসাগর পেরিয়ে, দক্ষিণ আমেরিকা প্রভৃতি পেরিয়ে গন্তব্যে পৌঁছন।

ওয়েলিংটন জানিয়েছেন, যাত্রার প্রথম ১০ দিনের অভিজ্ঞতা খুব ভালো হলেও শেষ ২৪ ঘন্টার অভিজ্ঞতা ছিল অসাধারণ। তিনি জানিয়েছেন, প্রচন্ড ঝোড়ো হাওয়া বেলুনটিকে আন্টার্কটিকার দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। বাতাসের প্রতিকূলতা সত্ত্বেও লক্ষ্যপূরণে সফল হয়েছেন ফেডর।