মুম্বই: গুরুগ্রামের রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র প্রদ্যুম্ন হত্যার ঘটনায় রায়ান ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অগাস্টাইন পিন্টো ও তাঁর স্ত্রী গ্রেস পিন্টোকে অন্তর্বর্তী জামিন দিল বম্বে হাইকোর্ট। আগামীকাল পর্যন্ত জামিন পেয়েছেন তাঁরা।
এই গ্রেস পিন্টো রায়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। গতকাল তাঁরা আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন।
অগাস্টাইন ও গ্রেস পিন্টোর পাশাপাশি তাঁদের ছেলে রায়ান পিন্টোও আগাম জামিনের আবেদন করেন। কিন্তু তাঁর আবেদন কোনও কারণে হাইকোর্টের রেজিস্ট্রির অন্তর্ভুক্ত হয়নি। শিগগিরই এ ব্যাপারে আবেদন করা হবে।
এই মামলায় রায়ান স্কুলের ২ বরিষ্ঠ আধিকারিক ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন, অস্থায়ী অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
হরিয়ানা সরকারের অতিরিক্ত সরকারি আইনজীবী অরুণা কামাট পাই হাইকোর্টে বলেন, এই জামিন সংক্রান্ত শুনানিতে হরিয়ানা সরকারেরও বক্তব্য শুনতে হবে, যেহেতু প্রদ্যুম্ন হত্যা সেখানেই ঘটেছে। তাতে আদালত বলে, জামিনের আবেদনের জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের বয়ান নেওয়া নিষ্প্রয়োজন, চাইলে আবেদনকারীরা সেখানকার আদালতে যেতে পারেন।
সরকারি আইনজীবী আরও সময় চাওয়ায় বিষয়টির শুনানি আগামীকাল হবে বলে ধার্য করা হয়েছে।
এর মধ্যে এক আইনজীবী জানান, কয়েকটি অভিভাবক সংগঠনের হয়ে পিন্টোদের জামিনের আবেদনের বিরোধিতা করতে চান তিনি। কিন্তু বিচারপতি বলেন, এ নিয়ে তাঁর হরিয়ানা আদালতে আবেদন করা উচিত।
প্রদ্যুম্ন হত্যা: অন্তর্বর্তী জামিন পেলেন রায়ান গ্রুপের চেয়ারম্যান, এমডি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Sep 2017 02:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -