নয়াদিল্লি: সার্ক বৈঠকের সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের নিরাপত্তায় কোনও সমস্যা দেখা দিলে, তার সম্পূর্ণ দায়িত্ব পাকিস্তানের। ইসলামাবাদের ওপর এভাবেই চাপ সৃষ্টি করল ভারত।

সার্ক-গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহেই পাকিস্তান সফরে যাচ্ছেন রাজনাথ। ওই সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা।

তার আগে, সোমবারই রাজনাথের সফর নিয়ে ‘হাওয়া গরম’ করতে শুরু করে দেন পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সঈদ। রাজনাথ পাকিস্তানে এলে দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভের ডাক দেয় ২০০৮ সালের মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ।

এই প্রেক্ষিতেই, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু সাফ জানিয়ে দেন, রাজনাথের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পাকিস্তানের। তাতে কোনও সমস্যা দেখা দিলে, তা মেটানোর দায় সেদেশের প্রশাসনের।