নয়াদিল্লি: আজ থেকে ফের পুণ্যার্থীদের জন্য খুলে গেল শবরীমালা মন্দির। তবে সুপ্রিম কোর্ট সব বয়সের মহিলাদের প্রবেশের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়ার পরেও পাম্বা থেকে ১০ মহিলার একটি দলকে ফেরত পাঠিয়ে দেয় পুলিশ। আগেই কেরল সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, মহিলাদের নিরাপত্তা দেওয়া হবে না। তা সত্ত্বেও মহিলাদের এই দলটি মন্দিরে যাওয়ার চেষ্টা করে। কিন্তু তাঁদের পরিচয়পত্র খতিয়ে দেখে ফিরিয়ে দেয় পুলিশ। এই দলটিতে ১০ থেকে ৫০ বছর বয়সি মহিলারা ছিলেন বলে জানা গিয়েছে।
কেরল দেবাসম বোর্ডের ভারপ্রাপ্ত মন্ত্রী কে সুরেন্দ্রন জানিয়েছেন, ‘শবরীমালা আন্দোলনের জায়গা নয়। যাঁরা প্রচারের জন্য মন্দিরে প্রবেশের কথা ঘোষণা করছেন, তাঁদের নিরাপত্তা দেবে না এলডিএফ সরকার।’
মহিলা অধিকার রক্ষা আন্দোলনকারী ত্রুপ্তি দেশাই জানিয়েছেন, ‘গতকালই সরকার জানিয়ে দেয়, তারা মহিলাদের নিরাপত্তা দেবে না। ফলে মহিলারা নিরাপত্তা ছাড়াই শবরীমালা মন্দিরে যাচ্ছেন। এবার মহিলাদের আটকে দেওয়া হল। তাই আমার মনে হচ্ছে, সরকার মহিলাদের বিরুদ্ধে কাজ করছে। কেরল সরকার নিরাপত্তা দিক বা না দিক, আমি ২০ তারিখের পরে শবরীমালায় যাব।’
কড়া নিরাপত্তায় খুলল শবরীমালা মন্দিরের দ্বার, পাম্বা থেকেই ১০ মহিলাকে ফেরত পাঠাল পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
16 Nov 2019 06:22 PM (IST)
আগেই কেরল সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, মহিলাদের নিরাপত্তা দেওয়া হবে না।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -