নয়াদিল্লি: ভোপালে সেন্ট্রাল জেল থেকে পালানো ৮ সিমি জঙ্গির পুলিশের গুলিতে মৃত্যু নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। মধ্যপ্রদেশ পুলিশের দাবি, গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে ওই আট জঙ্গির। কিন্তু সেই দাবির সত্যতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এবার একটি অডিও ক্লিপ পুলিশের দাবির সত্যতা সম্পর্কে প্রশ্ন তুলে দিল। ওই অডিও ক্লিপটি মধ্যপ্রদেশ পুলিশের কন্ট্রোল রুমের বলে দাবি করেছে একটি সংবাদমাধ্যম।এর সত্যতা তারা যাচাই করেনি বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম।  ওই অডিও ক্লিপ অনুযায়ী, পুলিশের ওই পলাতক জঙ্গিদের গ্রেফতার করার কোনও উদ্দেশ্যই ছিল না। অডিও ক্লিপ এক পদস্থ পুলিশ অফিসারকে তাঁর অধস্তনদের রেডিও-র মাধ্যমে নির্দেশ দিতে শোনা যাচ্ছে। তিনি বলছেন, ‘সব কো নিপটা দো’ (সবাইকে মেরে ফেল)।


ওই অডিও ক্লিপে পুলিশ আধিকারিকদের যে কথাবার্তা শোনা গিয়েছে তা থেকে মনে হচ্ছে, গুলি বিনিময়ের জায়গায় অ্যাম্বুলেন্স ডাকারও পক্ষপাতী ছিলেন না তাঁরা।এ জন্য যুক্তি দেওয়া হয়, কেউ বেঁচে গেলে তার সরকারি অর্থে চিকিত্সা করতে হবে।

অডিও ক্লিপের একেবারে শেষের দিকে পলাতক জঙ্গিদের পিছু ধাওয়া করা পুলিশকর্মীদের কিছু নির্দেশ দিতে শোনা যাচ্ছে এক পদস্থ আধিকারিককে। তিনি বলছেন, ভুয়ো এনকাউন্টার করতে হবে। কাউকে যেন ওই এলাকায় ঘেঁষতে দেওয়া না হয়। এই কথোপকথনের একটা অংশে একটি পুরুষ কন্ঠে বলতে শোনা যাচ্ছে, পালিয়ে যাওয়া আট জঙ্গির কেউ যেন বাঁচতে না পারে।

ওই সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের কাছে ওয়্যারলেস সেটের মাধ্যমে ওই কথোপকথনের দুটি ক্লিপ কাছে রয়েছে।