ঠানে: প্রবীণ নাগরিকদের যত্ন নাও, সমাজের 'গোল্ডেন জেনারেশন'কে শ্রদ্ধা করতে শেখো, তরুণ প্রজন্মের কাছে এই বার্তাই দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

প্রবীণ নাগরিকদের জন্য নতুন এক উদ্যোগ নিয়েছে ঠানে পুলিশ। 'কর্তব্য' নামে সেই উদ্যোগের শুভ সূচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকর। সচিন বলেন, বাবার থেকে তিনি শিখেছেন বড়দের সম্মান করতে। বয়স্ক মানুষের প্রতি অবিচার দেখলে ভীষণ ব্যথা পান তিনি।

সচিন বলেন, আমি কোনও দিনই বড়দের সাহায্যের কথা ভুলতে পারব না। মা, বাবা, ঠাকুমা-এঁরাই তাঁর জীবনের সবথেকে বড় অনুপ্রেরণা। আরও বলেন, জীবনের সবথেকে  বড়দের আশীর্বাদ ছাড়া জীবনে কোনওদিনও বড় হওয়া যায় না।

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের নাগরিকদের দেশের প্রতি কর্তব্যের কথা ভুললে চলবে না। তা পালন করতে হবে।