বিজেপিতে যোগদানের জল্পনা ওড়ালেন, ভবিষ্যত পরিকল্পনা জানাবেন তাড়াতাড়িই , বললেন সচিন পায়লট

রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সচিন পায়লটকে বরখাস্তের পর তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চরমে ওঠে। কিন্তু এই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন পায়লট।

Continues below advertisement
নয়াদিল্লি:  রাজস্থানের উপমুখ্যমন্ত্রী পদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সচিন পায়লটকে বরখাস্তের পর তাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চরমে ওঠে। কিন্তু এই জল্পনা সরাসরি খারিজ করে দিয়েছেন পায়লট।  বিজেপির সঙ্গে তাঁর আলোচনা চলছে বলে যে খবর প্রকাশিত হয়, তা নস্যাত্ করে পায়লট জানিয়েছেন, তিনি গৈরিক দলে যোগ দিচ্ছেন না। তিনি বলেছেন, রাজস্থানে কংগ্রেসকে ক্ষমতায় ফেরাতে তিনি পরিশ্রম করেছিলেন। রাজস্থানের কিছু নেতা তাঁর বিজেপিতে যোগদানের  গুজব ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন পায়লট। উল্লেখ্য, পায়লটের সঙ্গে সামিল আরও দুই মন্ত্রীকে রাজস্থানের মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী পায়লটের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জোর জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানকারী বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে পায়লট গৈরিক শিবিরে যোগ না দেওয়ার কথা বলেছেন। জল্পনা চলছিল যে, পায়লট বিজেপির সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন এবং তাঁর লক্ষ্য মুখ্যমন্ত্রী পদ। ভবিষ্যত পরিকল্পনা তিনি শীঘ্রই জানাবেন বলে জানিয়েছেন পায়লট। এরইমধ্যে বুধবার দল বিরোধী কার্যকলাপে জন্য পায়লট ও অন্যান্য বিদ্রোহী বিধায়কদের সদস্য পদ বাতিলের নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। ১৮ বিদ্রোহী বিধায়ককে বিধানসভার অধ্যক্ষ নোটিশ জারি করেছেন এবং শুক্রবারের মধ্যে জবাবদিহি করতে বলেছেন। গতকাল কংগ্রেস পায়লটের ক্ষোভ প্রশমনের জন্য মন্ত্রীদের বৈঠকে মন্ত্রীদের ডাকা হয়েছিল। কিন্তু ওই বৈঠকে যোগ না দিয়ে কংগ্রেসের তরুণ নেতা কড়া বার্তা দেন যে, বিদ্রোহে ইতি টানার কোনও ইচ্ছাই তাঁর নেই।
Continues below advertisement
Sponsored Links by Taboola