নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদ হিসেবে গত ৬ বছরে যা বেতন ও ভাতা পেয়েছেন, সেই পুরো টাকাটাই প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিলেন সচিন তেন্ডুলকর। প্রধানমন্ত্রীর দফতর থেকে তাঁর এই দানের প্রাপ্তিস্বীকার করে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী জানিয়েছেন, দুর্গতদের সাহায্য করার ক্ষেত্রে এই অর্থ কাজে লাগবে।


সম্প্রতি সাংসদ হিসেবে সচিনের মেয়াদ শেষ হয়েছে। তিনি সংসদ এলাকা উন্নয়ন তহবিলের অর্থ থেকে দেশের বিভিন্ন জায়গায় ১৮৫টি প্রকল্পের জন্য ৭.৪ কোটি টাকা সাহায্য করেছেন। বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য ৩০ কোটি টাকা দিয়েছেন তিনি। সংসদ আদর্শ গ্রাম যোজনায় দু’টি গ্রাম দত্তকও নেন সচিন। তিনি গত ৬ বছরে সাংসদ হিসেবে প্রায় ৯০ লক্ষ টাকা বেতন এবং প্রতি মাসে বিভিন্ন ভাতা পেয়েছেন। পুরো টাকাই তিনি দিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।