ট্যুইটারে ওই দুই তরুণকে হেলমেট পরার পরামর্শ দেওয়ার ভিডিও পোস্ট করেছেন সচিন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দুই তরুণ সচিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছে। তারা এর পর থেকে বাইক বা স্কুটার চালানোর সময় হেলমেট পরার পরামর্শ দিয়েছে। এছাড়া এক ব্যক্তি বাইক নিয়ে যাচ্ছিলেন। পিছনে বসা মহিলা হেলমেট পরে ছিলেন না। তাঁকেও সুরক্ষার জন্য হেলমেট পরার পরামর্শ দেন সচিন। দেখুন, গাড়ি থামিয়ে স্কুটার চালকদের হেলমেট পরতে বললেন সচিন
Web Desk, ABP Ananda | 09 Apr 2017 02:36 PM (IST)
মুম্বই: খেলোয়াড় হিসেবে যেমন আদর্শ ছিলেন, তেমনই মানুষ হিসেবেও আদর্শ আচরণ করেন সচিন তেন্ডুলকর। অতীতে বেশ কয়েকবার তাঁর আদর্শ আচরণ দেখা গিয়েছে। ফের সেটা দেখা গেল। রাস্তায় দুই তরুণকে হেলমেট ছাড়া বাইক চালাতে দেখে গাড়ি থামিয়ে তাঁদের হেলমেট পরার পরামর্শ দিলেন ক্রিকেটের কিংবদন্তী। ওই তরুণদের প্রতিশ্রুতিও আদায় করলেন সচিন। ভারতে প্রতি বছর পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। এর একটা বড় অংশই নিহত হন হেলমেট ছাড়া বাইক চালানোর কারণে। হেলমেট পরে বাইক চালানোর আইন যেমন রয়েছে, তেমনই প্রচারও চলছে। তাতেও বিশেষ ফল হচ্ছে না। সেই কারণেই এবার সরাসরি পথে নামলেন সচিন।