নয়াদিল্লি: ‘স্কিল ইন্ডিয়া’ মিশনের প্রচারে আরও গতি আনতে চলেছে কেন্দ্র। এই লক্ষ্যে সচিন তেন্ডুলকরকে এই প্রচারে যুক্ত করা হচ্ছে। কর্ম দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রক(এমএসডিই)-র ‘আই সাপোর্ট স্কিল ইন্ডিয়া’ প্রচারে দেখা যাবে সচিনকে। কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে মানবসম্পদের সুষ্ঠু ব্যবহার এবং মানুষের জীবনের উন্নতি সাধনই এই কর্মসূচীর লক্ষ্য। কর্মদক্ষতার উন্নয়নসাধন করে মজুরি ও কাজের মর্যাদা বৃদ্ধির মাধ্যমে সমাজের নিম্নস্তরের মানুষের জীবনের মানোন্নয়নই লক্ষ্য মন্ত্রকের। স্কিল ইন্ডিয়া মিশনের প্রচারে সচিনকে যুক্ত করার বিষয়ে কর্ম দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) রাজীব প্রসাদ রুডি বলেছেন, সচিন বর্তমান সময়ের অন্যতম সেরা ভারতীয়। দক্ষতার সমার্থক সচিন। তিনি তাঁর সাফল্যের মাধ্যমে সারা বিশ্বেই আইকন ও ব্র্যান্ড হয়ে উঠেছেন।  ক্রিকেটে তাঁর দক্ষতা পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাই এই মিশনের জন্য সচিনকে বেছে নেওয়া হয়েছে। এ ব্যাপারে সচিন বলেছেন,  ব্যক্তিগত উন্নয়নের ক্ষেত্রে দক্ষতা একটি অপরিহার্য বিষয়। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে সঠিকপথে চালিত করতে হবে। তিনি আরও বলেছেন, আমাদের দেশ নবীন এবং এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। ভালো লাগার বিষয়ে আমাদের দক্ষতা গড়ে তুলে তা সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। স্কিল ইন্ডিয়া সকলের কাছেই একটা বড় সুযোগ এবং তা কাজে লাগানো উচিত।