প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের দীপাবলিতে সেনা জওয়ানদের শুভেচ্ছা জানানোর আহ্বান জানিয়েছিলেন। তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে বহু বিশিষ্ট ব্যক্তি জওয়ানদের বার্তা পাঠাচ্ছেন। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন। এবার সচিনও শুভেচ্ছা জানালেন। জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানালেন সচিন
Web Desk, ABP Ananda | 28 Oct 2016 07:40 PM (IST)
নয়াদিল্লি: দীপাবলির আগে দেশের সেনা জওয়ানদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর। ফেসবুকে এক ভিডিও বার্তায় জওয়ানদের কুর্ণিশ করেছেন সচিন। সব প্রতিকূলতা জয় করে দেশের সেবা করে চলার জন্য জওয়ানদের ধন্যবাদ জানিয়েছেন সচিন। সচিন বলেছেন, ‘কয়েক মুহূর্তেই জল জমে বরফ হয়ে যাবে এমন ঠান্ডা, মাথার উপর সূর্যের প্রখর তাপ, মূষলধারায় বৃষ্টি এবং ঘন জঙ্গল সবসময়ই অনিশ্চয়তা এবং বিপদ বহন করে। কিন্তু এগুলির কোনওটাই তাঁদের কর্তব্য এবং দেশের সেবা করার সঙ্কল্প এতটুকু কমিয়ে দিতে পারেনি। আমাদের জন্য জওয়ানরা যা করেছেন তার জন্য তাঁদের ধন্যবাদ জানানোর উপযুক্ত ভাষা খুঁজে পাচ্ছি না। সবাই যাতে নিরাপদে থাকেন সেটা নিশ্চিত করার জন্য তাঁরা নিজেদের জীবন বিপন্ন করছেন। আমাদের ঘুম যাতে শান্তিতে হয়, পরিবারের সদস্যদের সঙ্গে যাতে সবসময় থাকতে পারি সেটা নিশ্চিত করার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। দেশের জন্য আপনারা যে পরার্থপরতার পরিচয় দিয়েছেন, তার জন্যও আপনাদের ধন্যবাদ। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জাতির পক্ষ থেকে আপনাদের সেলাম করছি। আরও একবার সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ। জয় হিন্দ।’