তিন তালাক ইস্যুতে মোদীর ভূমিকায় সন্তুষ্ট, কংগ্রেস থেকে বহিষ্কৃত বরখা যোগ দিলেন বিজেপিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Apr 2017 04:35 PM (IST)
নয়াদিল্লি: কংগ্রেস থেকে বহিষ্কৃত নেত্রী বরখা শুক্ল সিংহ বিজেপিতে যোগ দিলেন। বরখার দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন তালাক প্রথা নিষিদ্ধ করার ব্যাপারে যে পদক্ষেপ করেছেন, তাতে তাঁর পূর্ণ সমর্থন রয়েছে। ৩ বছর আগেই তিনি এ ব্যাপারে চিঠি লেখেন প্রধানমন্ত্রীকে। নরেন্দ্র মোদীর বিভিন্ন নীতি ও গত ৩ বছরে তিনি যেসব বদল ঘটিয়েছেন, তার উচ্ছ্বসিত প্রশংসা করেন বরখা। তিনি বলেন, ভোটে লড়ব বলে বা কোনও পদের লোভে বিজেপিতে যোগ দিচ্ছি না, আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করতে কঠোর পরিশ্রম করব। রাহুল গাঁধীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলায় কংগ্রেস থেকে বহিষ্কৃত হন বরখা। রাহুলকে মেন্টালি আনফিট বলেও অভিযোগ করেন তিনি। মন্তব্য করেন, কংগ্রেস গাঁধী পরিবারের সম্পত্তি নয়। এরপরই দলবিরোধী কার্যকলাপের কারণ দর্শিয়ে কংগ্রেস ৬ বছরের জন্য বহিষ্কার করে তাঁকে।