ইয়াভতমল: পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় নিহত জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না বলে জানিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবারের জঘন্য হামলায় জড়িতদের সাজা দিতে নিরাপত্তাবাহিনীকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে বলেও এখানে আজ এক অনুষ্ঠানে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পুলওয়ামায় জয়েশ-ই-মহম্মদের আত্মঘাতী জঙ্গির ঘটানো বিস্ফোরণে হত ৪০ জন সিআরপিএফ জওয়ানকে শ্রদ্ধা জানাতে ২ মিনিট নীরবতা পালন করেন মোদি। ২ কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরী ও হংসরাজ আহির, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ, রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও সেখানে ছিলেন।
পাকিস্তান নামটা সন্ত্রাসবাদের সমার্থক হয়ে উঠেছে বলেও অভিমত জানান প্রধানমন্ত্রী। পাকিস্তানকে নিশানা করে বলেন, দেউলিয়ায় পরিণত হওয়ার মুখে এসে দাঁড়ানো একটা দেশ এখন সন্ত্রাসবাদেরই আরেক নাম।
তিনি বলেন, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করলেও তাদের খুঁজে বের করে তারা যে অপরাধ করেছে, সেজন্য সাজা দেওয়া হবে।
পুলওয়ামায় ১০০ কেজির বেশি বিস্ফোরকবাহী গাড়ি চালিয়ে সোজা সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা করে জয়েশ জঙ্গি। নিহত জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মোদি বলেন, পুলওয়ামার শহিদদের পরিবারগুলির যন্ত্রণা আমরা সবাই অনুভব করতে পারছি। আপনাদের ক্রোধের কারণ বুঝতে পারি।
অনুষ্ঠানে উপস্থিত দর্শক, শ্রোতাদের কাছে মোদি জানতে চান, তাঁর পারফরম্যান্সে, তিনি যেসব উদ্যোগ নিয়েছেন, তাতে তাঁরা সন্তুষ্ট কিনা।
সেখানে স্থানীয় আদিবাসী ছেলেমেয়েদের জন্য তৈরি একটি মডেল আবাসিক স্কুলেরও উদ্বোধন করে তার চাবি তুলে দেন তার সুবিধাভোগীদের হাতে। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় তৈরি হয়েছে ওই স্কুল।
দেউলিয়া হওয়ার মুখে দাঁড়ানো একটা দেশ এখন সন্ত্রাসবাদেরই আরেক নাম, পাকিস্তানকে আক্রমণ মোদির, বললেন, জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না, অপরাধীদের সাজা দিতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে
Web Desk, ABP Ananda
Updated at:
16 Feb 2019 01:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -