লখনউ: বকরি-ইদে ছাগল নয় কু-স্বভাবের বলি চড়ান। মুসলিমদের উদ্দেশ্যে এমনই আহ্বান করল রাষ্ট্রীয় স্বয়মসেবক সংঘের মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ (এমআরএম)।


বুধবার, সংগঠনের আহ্বায়ক (অবধ প্রান্ত-উত্তরপ্রদেশ) সঈদ হাসান কৌসর বলেন, তিন তালাকের মতোই বকরি-ইদে পশু বলি দেওয়া খারাপ রীতি। মানুষের উচিত তাদের পরিত্যাগ করা, যারা এই দিনে বলির স্বপক্ষে সওয়াল করেন।


কৌসর যোগ করেন, বকরি-ইদের দিন কুরবানি দেওয়া ইসলাম অনুযায়ী হারাম, অর্থাৎ ধর্মের পরিপন্থী। তিনি বলেন, যদি বলি চড়াতে হয়, তাহলে উচিত নিজের খারাপ স্বভাবটার বলি চড়ানো। আর রীতির বজায় রাখতে একটি ছাগল সদৃশ কেক কাটুন।


আগামী ২ সেপ্টেম্বর দেশজুড়ে পালিত হবে বকরি-ইদ। কৌসরের মতে, মুসলিমদের মধ্যে অনেকেই পশু বলির নিয়ে কুসংস্কারাচ্ছন্ন। তাঁর দাবি, যাঁরা পড়াশোনা জানে, তাঁরাই ইসলাম ধর্মকে ভাল বোঝে।


সংগঠনের সহ-আহ্বায়ক খুরশীদ আগাও একইভাবে পশু-বলি দেওয়ার বিপক্ষে জোর সওয়াল করেন। তিনি বলেন, কীভাবে আল্লার পথ অনুসরণ করতে হবে, সেই নিয়ে বিভ্রান্ত মুসলিমরা। তাই তাঁরা পশু-বলির পথ বেছে নেন।


এর আগে, চলতি মাসের গোড়ায় বকরি-ইদের দিন ছাগল ও গরু হত্যা রোখার জন্য মুসলিমদের বোঝাতে দেশজুড়ে প্রচারাভিযান চালানো হবে বলে ঘোষণা করে সংগঠন। এই অভিযানে বিশেষভাবে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে জোর দেওয়া হবে বলেও জানানো হয়।