শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে তুষারধস ও তুষারঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়ে যাওয়া পাঁচ জওয়ানের দেহ উদ্ধার হল। মৃত জওয়ানদের নাম ল্যান্স নায়েক মৃগেন্দ্রনাথ প্রামাণিক, সেপাই মূর্তি এন, সেপাই শিব সিংহ ও সেপাই কৌশল সিংহ। ১২ তারিখ থেকে তাঁরা নিখোঁজ ছিলেন।

সেনাবাহিনী সূত্রে খবর, এ মাসের ১২ তারিখ উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে তুষারধসের কবলে পড়েন তিন জওয়ান। একইদিনে নওগাম সেক্টরে একটি গভীর গিরিসঙ্কটে পড়ে যান দুই জওয়ান। তাঁদের সন্ধানে উচ্চ স্থানে যুদ্ধ করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল পাঠায় সেনাবাহিনী। অবশেষে নিখোঁজ জওয়ানদের দেহ মিলল।



প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, মঙ্গলবার থেকে নিখোঁজ জওয়ানদের সন্ধানে তল্লাশি শুরু হয়। বুধবার পর্যন্ত চলে তল্লাশি। বান্দিপোরা জেলায় লাইন অফ কন্ট্রোলের গুরেজ সেক্টর থেকে দু’জনের দেহ উদ্ধার হয়। একজনের দেহ উদ্ধার হয় কুপওয়ারার নওগাম সেক্টর থেকে।

কাশ্মীরের প্রত্যন্ত অঞ্চলগুলিতে তুষারধস ও তুষারঝড় নতুন কোনও ঘটনা নয়। বিশেষ করে শীতকালে যখন তুষারপাত হয়, তখন প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ বছরের জানুয়ারিতে গুরেজ সেক্টরেই সেনাবাহিনীর একটি শিবিরে থাকা জওয়ানরা এবং টহল দিতে যাওয়া দলের সদস্যরা তুষারধসের কবলে পড়েন। ১৪ জনের মৃত্যু হয়। ফের প্রকৃতির রোষে প্রাণ গেল পাঁচজনের।