মথুরার মন্দিরে সন্ন্যাসিনীকে ধর্ষণ রক্ষী, রাঁধুনির!
Web Desk, ABP Ananda | 15 Sep 2017 03:18 PM (IST)
মথুরা (উত্তরপ্রদেশ): সন্ন্যাসিনীকে ধর্ষণ! মথুরার কাছে বারসানায় শ্রীজী মন্দিরে ১১ সেপ্টেম্বরের রাতে ৪৫ বছরের ওই স্বাধ্বীর ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ। এফআইআরের বক্তব্য, তিনি মন্দিরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। তাঁকে সেখানকার এক রক্ষী ও রাঁধুনি এসে জোর করে নির্জন স্থানে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। একটি সূত্রের খবর, সপ্তাহখানেক আগে কলকাতা থেক বারসানা আসেন তিনি, ভিক্ষে করে পেট চলছিল তাঁর। অভিযুক্তদের পাকড়াও করতে দুটি পুলিশ টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছেন এসপি (গ্রামীণ) আদিত্য কুমার শুক্লা। নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। লজ্জায়, ভয়ে ওই মহিলা প্রথমে কাউকে ঘটনাটি জানাননি। তবে শেষ পর্যন্ত সাহস সঞ্চয় করে ১৩ সেপ্টেম্বর তিনি থানায় যান। কিন্তু এফআইআর করতে চায়নি পুলিশ। যদিও ধর্ষণের খবর চাউর হতে শুরু করায় এসএসপি স্বপ্নিল মমগাই নিজে হস্তক্ষেপ করেন, তারপর গতকাল এফআইআর নথিভুক্ত করা হয়।