শিরডি (মহারাষ্ট্র): ১৮ থেকে ২০ জুলাই গুরুপূর্ণিমার পরবে শ্রী সাঁইবাবা সংস্থান ট্রাস্ট ভক্তদের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার বেশি ডোনেশন পেয়েছে বলে জানালেন প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার বাজিরাও শিন্ডে। গত বছরের তুলনায় এবার ৩৬ লক্ষ টাকা বেশি ডোনেশন এসেছে।
মন্দিরের বিভিন্ন ক্যাশ বাক্সে জমা পড়েছে ২ কোটি ৬১ লক্ষ টাকা। ৮৩ লক্ষ টাকা এসেছে বিভিন্ন ডোনেশন কাউন্টারে। ৯ লক্ষ টাকার সোনার অলঙ্কার, ৯০ হাজার টাকা মূল্যের রূপোর সামগ্রীও দিয়েছেন পূন্যার্থীরা। ১৯ টি দেশ থেকে বিদেশি মুদ্রায় ডোনেশনও এসেছে। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ২০ লক্ষ টাকা। ১৩টি ব্যাঙ্কে অনলাইনে কত ডোনেশন জমা পড়েছে, তা অবশ্য জানা যায়নি। শিন্ডে তথ্য দেন, এপর্যন্ত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ট্রাস্টের সঞ্চিত ফিক্সড ডিপোজিটের পরিমাণ ১৬৫০ কোটি টাকা। চার টন রূপো, ৩৫০ কেজি সোনাও জমা রয়েছে নানা ব্যাঙ্কে।
গুরুপূর্ণিমায় সাড়ে তিন কোটি টাকা ডোনেশন পেয়েছে সাঁইবাবা ট্রাস্ট
web desk, ABP Ananda
Updated at:
23 Jul 2016 11:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -