কয়েকদিন আগেই সোজ দাবি করেছেন, কাশ্মীরীরা ‘অবাধ মতামত’ প্রকাশের সুযোগ পেলে স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। বইয়ে তিনি লিখেছেন, ‘১০ বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ মূল্যায়ন করেছিলেন, কাশ্মীরীরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চান না। অবাধ মত প্রকাশের সুযোগ পেলে কাশ্মীরের মানুষ স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। এখনও মুশারফের ওই মূল্যায়নই সঠিক।যদিও তা সম্ভব নয়।সামরিক নীতির মাধ্যমে কাশ্মীরে কখনও শান্তি আসবে না।’
সোজের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা দাবি করেছেন, বই বিক্রির জন্য সস্তা চমক হিসেবে এই মন্তব্য করেছেন সোজ। রাজনৈতিক মহলের খবর, এ বিষয়ে যাতে বিতর্ক না বাড়ে, সেই লক্ষ্যেই মনমোহন, চিদম্বরম বই প্রকাশের অনুষ্ঠানে যাচ্ছেন না।