পারাদ্বীপ:  ভারতীয় নৌ বাহিনীর সার্ভে শিপ আইএনএস সন্ধ্যায়াক থেকে চার নাবিককে জাহাজের আধিকারিকের সঙ্গে অশালীন আচরণ ও গায়ে হাত তোলার জন্যে সরিয়ে দেওয়া হল। জানা গিয়েছে মাঝ সমুদ্রে হেলিকপ্টার এনে তাঁদের সরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, অভিযুক্ত চার নাবিককে জাহাজে থাকা মোটর বোট পরীক্ষা করে দেখতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা সেই নির্দেশ অগ্রাহ্য করেন। তারপরই আধিকারিকের সঙ্গে বচসা শুরু হয়ে যায়। ঘটনায় চার নাবিকের বিরুদ্ধে আধিকারিকের গায়ে হাত তোলার অভিযোগও রয়েছে।

চার নাবিককে সতর্কভাবে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হলেও, তাঁর সেকথায় কান দেননি। উল্টে তাঁরা ওই আধিকারিককেই মারতে শুরু করেন।এরপর নিরাপত্তারক্ষী এসে ওই আধিকারিককে উদ্ধার করে নিয়ে যায়। অভিযুক্তদের হেলিকপ্টার এনে ওই জাহাজ থেকে সরিয়ে দেওয়া হয়। আপাতত তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ দায়ের হয়েছে।

এই ঘটনার কথা ভারতীয় নৌ বাহিনীর তরফেও স্বীকার করে নেওয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একদল সদ্য নিযুক্ত নাবিকরা এই কাজ করেছেন। যে ভারতীয় নৌ সেনার সদস্যরা সারা বিশ্বে শৃঙ্খলাপরায়ণতার জন্যে বড় উদাহরণ, তাঁদের থেকে এধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।