সুকমায় শহিদ সিআরপি জওয়ানদের পরিবারকে ৬ লাখ টাকা সাহায্য সাইনার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Mar 2017 03:48 PM (IST)
নয়াদিল্লি: ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হানায় শহিদ ১২জন সিআরপিএফ জওয়ানের পরিবারপিছু ৫০,০০০ টাকা করে সাহায্য করবেন ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়াল। সব মিলিয়ে সাহায্যের পরিমাণ দাঁড়াবে ৬ লাখ টাকা। আজ ২৭-এ পা দিয়েছেন অলিম্পিক ব্রোঞ্জ জয়ী এই খেলোয়াড়। তিনি বলেছেন, যেভাবে গত সপ্তাহে ওই জওয়ানদের শহিদ হতে হয়েছে, তাতে তিনি ব্যথিত। দেশবাসীকে নিরাপদে রাখতে নিজেদের জীবন বাজি রাখেন তাঁরা। শহিদ জওয়ানদের ফিরিয়ে আনতে পারবেন না তিনি কিন্তু তাঁদের পরিবারদের সামান্য সাহায্য করা তাঁর পক্ষে সম্ভব। বলিউড অভিনেতা অক্ষয় কুমার গতকালই ওই জওয়ানদের পরিবারকে সর্বমোট ১.০৮ কোটি টাকা অর্থসাহায্য করেছেন।