মিরাট ও লখনউ: বিপাকে সাক্ষী মহারাজ। উন্নাওয়ের এই বিজেপি সাংসদের বিতর্কিত মন্তব্য ঘিরে জল গড়াল অনেক দূর। দেশে জনসংখ্যা বিস্ফোরণের জন্য তিনি পরোক্ষে মুসলিমদের দিকে আঙুল তুলে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, এহেন অভিযোগে সাক্ষীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। গতকালের মন্তব্যের পর ভারতীয় দণ্ডবিধির ২৯৮ (ইচ্ছা করে কারও ধর্মীয় আবেগে আঘাত করার উদ্দেশ্যে মন্তব্য করা), ১৮৮, ২৯৫ এ ও ১৫৩ বি অনুচ্ছেদের আওতায় আজ সদর বাজার থানায় এফআইআর দায়ের করে মিরাট পুলিশ।


ভোটমুখী উত্তরপ্রদেশে মডেল নির্বাচনী আচরণবিধি কার্যকর রয়েছে। সুপ্রিম কোর্টও এই সেদিন জানিয়ে দিয়েছে, ধর্ম, জাতপাত, ভাষাগত ইস্যু তুলে ভোট প্রচার করতে পারবেন না কেউ। তার চারদিনের মাথায় শুক্রবার সাক্ষী বলেন, দেশে জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী যাদের চারটি বউ, ৪০টি বাচ্চা আছে, তারা। সন্ত সম্মেলন-এ তিনি আরও বলেন, এ দেশে সত্যিই যদি জনসংখ্যা কমাতে হয়, তাহলে চাই কঠোর আইন। সব দলকেই রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে।


সাক্ষীর গতকালের  মন্তব্য সম্পর্কে মিরাট জেলা প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশনও। মুখ্য নির্বাচনী অফিসার এ কথা জানিয়েছেন। নিয়ম অনুসারে জেলা প্রশাসনের কমিশনকে ওই মন্তব্য সম্পর্কে রিপোর্ট পাঠানোর কথা।



.