উন্নাও (মধ্যপ্রদেশ): মুসলিম মহিলাদের মসজিদে পা রাখার অধিকার পাওয়া উচিত। বললেন সাক্ষী মহারাজ।
সাম্প্রতিককালে অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে বেশ কয়েকবার বিতর্ক বাঁধিয়েছেন এই বিজেপি নেতা। এবার তিনি মুসলিম মহিলাদের হয়ে সরব। তাঁর দাবি, হিন্দু মহিলারা যেমন মন্দিরে ঢুকে পুজো দিতে পারেন, তেমনই তাঁদের মতোই মসজিদে ঢোকার অধিকার দেওয়া উচিত মুসলিম মহিলাদের।
তবে এ ক্ষেত্রেও তাঁর মন্তব্যে মুসলিম ধর্মীয় সংগঠনগুলির তরফে আপত্তি আসতে পারে। কেননা তিনি দাবি করেছেন, মুসলিম মহিলারা যে দুর্দশার মধ্যে রয়েছেন, তা নিন্দনীয়। তাঁদের কোনও গুরুত্বই দেওয়া হয় না।
সমাজে মহিলাদের সমানাধিকার, সম মর্যাদা প্রাপ্য বলে অভিমত জানিয়ে সাক্ষী মুসলিম মেয়েদের মসজিদে ঢোকার বিষয়ে আদালতের হস্তক্ষেপ চান। বলেন, এ নিয়ে আদালতের মধ্যস্থতা করা উচিত। দেশের সব মসজিদে ঢোকার অনুমতি দেওয়া উচিত মুসলিম মেয়েদের।
ধর্মীয় ফতোয়া ইস্যুতে সাক্ষী মহারাজের বক্তব্য, ফতোয়া নয়, দেশ চলে সংবিধানের নিয়মে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মুসলিম মহিলাদের মসজিদে ঢোকার অধিকার চেয়ে সরব সাক্ষী মহারাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Apr 2016 11:06 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -