সালাউদ্দিনের হুমকিই প্রমাণ, সে সন্ত্রাসবাদী, বলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
Web Desk, ABP Ananda | 03 Jul 2017 08:56 PM (IST)
নয়াদিল্লি: হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আমেরিকা গত ২৭ জুন 'বিশেষ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী' তকমা দিলেও তাকে তুড়ি মেরে উড়িয়ে সে ১ জুলাই হুমকি দেয়, ভারতের ভিতরে হামলা চালানোর ক্ষমতা আছে তার বাহিনীর। আজ তার হুমকির তীব্র নিন্দা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অশোক প্রসাদ বলেন, ভারত সরকার বরাবরই সালাউদ্দিনকে সন্ত্রাসবাদী বলে আসছে। তার কথাবার্তা থেকেও সেটাই প্রমাণিত হচ্ছে। আমেরিকা তাকে যে বিশ্ব সন্ত্রাসবাদী তকমা দিয়েছে, সেটা যথার্থই, এটা তার প্রাপ্য। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে বসে সালাউদ্দিন বলেছে, আমরা সন্ত্রাসবাদী নই। আমরা ভারত থেকে মুক্তির জন্য সংগ্রাম করছি, লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যা চলবে। সন্ত্রাসবাদী, বিচ্ছিন্নতাবাদীদের অর্থ ও অন্যান্য সহায়তার আয়োজন করার ক্ষেত্রেও সালাউদ্দিনের হাত রয়েছে বলে অভিযোগ করেন অশোক প্রসাদ।