নয়াদিল্লি: ইরম শর্মিলাকে সমবেদনার বার্তা বলিউড অভিনেত্রীর। ১৯৯৪ সালের ব্লকবাস্টার ছবি ‘হাম আপকে হ্যায় কৌন’-এ সলমন খানের বৌদির ভূমিকায় অভিনয় করা রেণুকা সাহানেকে মনে পড়ে? সেই রেনুকা সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (আফস্পা) বাতিলের দাবিতে ১৬ বছরের অনশনে সম্প্রতি ইতি টানা শর্মিলার উদ্দেশ্যে ফেসবুকে যে বার্তা দিয়েছেন, তা ভাইরাল হয়ে গিয়েছে।


শোনা যাচ্ছে, অনশন তুলে শর্মিলার নির্দল হয়ে বিধানসভা ভোটে লড়া, প্রেমিককে বিয়ে করে সংসারী হওয়ার পরিকল্পনায় ক্ষুব্ধ মণিপুরের সাধারণ মানুষ তাঁকে প্রত্যাখ্যান করেছেন। ‘লৌহমানবী’ কার্যত এখন ‘ভিলেন’ হয়ে উঠেছেন তাঁদের চোখে। এমনকী শর্মিলার অনশন এতদিন পূর্ণ সমর্থন করে এসেছেন যে মানবাধিকার কর্মীরা, তাঁরাও তাঁর এহেন সিদ্ধান্তে অখুশি, বিব্রত। মায়ের কাছে আফস্পা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিরবেন না বলে শর্মিলা জানিয়েছিলেন অনেক আগেই। কোথাও যাওয়ার জায়গা নেই তাঁর। ফলে তিনি পড়ে আছেন সেই জেএনআইএমএস হাসপাতালেই, যেখানে জোর করে নল দিয়ে তাঁকে খাওয়ানো হত এতদিন। রেড ক্রস সোসাইটির মণিপুর শাখা বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত শর্মিলাকে থাকার জায়গা করে দিতে চায়। এই অবস্থায় রেণুকা ১১ আগস্ট নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, কেউ শর্মিলাকে ঠাঁই দিতে না চাইলে তিনি তাঁকে নিজের বাড়িতে থাকতে দেবেন। তাঁর দরজা শর্মিলার জন্য খোলা।

মণিপুরবাসী মুখ ফিরিয়ে নেওয়ায় হতাশ, ক্ষুব্ধ শর্মিলার প্রতিক্রিয়া দেখে ফেসবুক পোস্টে শর্মিলার নিন্দুকদেরও তীব্র সমালোচনা করেছেন রেণুকা। বলেছেন, এমন হওয়া কাঙ্খিত নয়, বেদনাদায়ক।