ফের সমন এড়ালেন, সলমনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত জাতীয় মহিলা কমিশনের
Web Desk, ABP Ananda | 08 Jul 2016 02:08 PM (IST)
নয়াদিল্লি: মহারাষ্ট্র মহিলা কমিশনের পর জাতীয় মহিলা কমিশনেও হাজিরা দিলেন না ‘সুলতান’ ছবির নায়ক সলমন খান। তবে হাজিরা না দিলেও তাঁর আইনজীবী সমনের জবাব দিয়েছেন। এবার পরবর্তী ব্যবস্থা নিয়ে ভাবনা-চিন্তা করছে মহিলা কমিশন। ‘ধর্ষিতা’ মন্তব্যের জন্য সলমনকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল রাজ্য ও জাতীয় মহিলা কমিশন। কিন্তু দুটি সমনই অগ্রাহ্য করেছেন এই অভিনেতা। তিনি বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমাও চাননি। এর জন্য তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে মুখ খুলছেন না জাতীয় মহিলা কমিশনের প্রধান ললিতা কুমারমঙ্গলম। তবে কমিশন সূত্রে ইঙ্গিত, সলমনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।