যোধপুর: কৃষ্ণসার হরিণ শিকার মামলার অন্তিম পর্বের শুনানিতে শুক্রবার যোধপুর গ্রামীণ আদালতে হাজির হলেন সলমন খান।


আদালতে আজ ঘটনার প্রত্যক্ষদর্শী পুনমচন্দের বয়ানের ভিডিও রেকর্ডিং দেখানো হয়। রেকর্ডিংটি দেখানো হয় সলমন খানকেও। সূত্রের খবর, ভিডিওটি দেখার সময়ই জল চলে আসে সলমনের চোখে। বিষাদের ছায়া দেখা যায় তাঁর চেহারাতেও।


অভিযোগ, ১৯৯৮ সালে ২ অক্টোবর ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিটির শ্যুটিং করার সময় কঙ্কনি গ্রামে সেফ আলি খান, নীলম, তব্বু, সোনালি বেন্দ্রেকে সঙ্গে নিয়ে ২টি কৃষ্ণসার হরিণ শিকার করেছিলেন সলমন।


এই মামলাতেই দীর্ঘদিন ধরে শুনানি চলছে। সলমন খানের আইনজীবী হস্তিমল সারস্বত বলেন, এই মামলায় সলমনকে ফাঁসানো হয়েছে। পুনমচন্দের বয়ানের কোনও লিখিত প্রমানপত্র নেই। তাঁর দাবি, পুলিশের বয়ান ও সাক্ষীদের বয়ানে কোনও সঙ্গতি নেই।