আদালতে সলমন দোষী সাব্যস্ত হওয়ার পর কেঁদে ফেললেন বোন আলভিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2018 01:37 PM (IST)
নয়াদিল্লি: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় জোধপুর আদালত বলিউড অভিনেতা সলমন খানকে দোষী সাব্যস্ত করেছে। শীঘ্রই সাজা ঘোষণা করবেন বিচারক। এই মামলায় সলমনকে দোষী ঘোষণার সময় আদালতে ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। যে কোনও সমস্যায় দাদা সলমনের পাশেই থাকেন বোন আলভিরা। সলমনকে দোষী ঘোষণার সময় কেঁদে ফেলেন তিনি। দাদার বিরুদ্ধে এই রায় শুনে ভেঙে পড়েন তিনি। শুধু আলভিরাই নয়, গতকাল থেকেই সলমনের সঙ্গে ছিলেন তাঁর আরও এক বোন অর্পিতাও। দুই বোনই দাদা সলমনের খুবই ঘনিষ্ঠ। সলমনকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৯ এর ১১ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। তিন বছরের বেশি সাজা হলে সলমনকে জামিন পেতে উচ্চতর আদালতে যেতে হবে। এজন্য বলিউডের দাবাং খানকে কয়েকদিন জেলে থাকতে হতে পারে।